Advertisement


মাতারবাড়িতে ফের শ্রমিক নিয়োগ ঘিরে দ্বন্দ্ব ::

নিজস্ব প্রতিবেদক।।

মহেশখালীর মাতারবাড়িতে কয়লা বিদ্যুৎ প্রকল্পে ফের শ্রমিক নিয়োগ নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। প্রকল্পে কর্মরত কোম্পানী গুলো বারবার স্থানীয় শ্রমিকদের দিয়ে কাজ করানোর প্রতিশ্রুতি দিয়ে আসলেও কথা রাখছে না তাদের কেউই।

জানা গেছে, আজ সকাল ৬ টার দিকে আবারও ৩৫জন বহিরাগত শ্রমিক এনেছে প্যান্টা নামের একটি কোম্পানি। এসময় খবর পেয়ে স্থানীয় ছাটাইকৃত শ্রমিক আন্দোলন পরিষদের সমন্বয়ক আফিস ইকবালসহ স্থানীয় শ্রমিকরা তাদের গাড়ি আটকে অবরুদ্ধ করে রাখেন।

স্থানীয় ছাটাই কৃত শ্রমিক আন্দোলনের সমন্বয়ক আসিফ ইকবাল বলেন, ”আগে স্থানীদের অগ্রাধিকারের ভিত্তিতে চাকরিতে পূনঃবহাল করা হউক। আমাদের চাকরি দিবে বলে একদিকে, অন্যদিকে বহিরাগত শ্রমিক আনে কাজ করাবে, তা মেনে নেওয়া যায় না। মাতারবাড়ীতে এখন নিরব দুর্ভিক্ষ চলছে,মানুষ চাকরি হারিয়ে অসহায় হয়ে পড়েছে। তাই আমি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, স্থানীদের চাকরিতে পূনঃবহাল রাখুন।”

আপডেটঃ 
শেষ খবর পাওয়া পর্যন্ত বহিরাগত শ্রমিকদের প্রকল্পে ঢুকতে দেওয়া হয়নি এবং তাদেরকে ফেরত পাঠানো হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। 

।। আরও বিস্তারিত প্রতিবেদন আসছে।।