Advertisement


সেতু নিমার্ণসহ দশ দফা দাবীতে প্রধানমন্ত্রীকে স্বারকলিপি ছাত্রনেতাদের


নিজস্ব প্রতিবেদক।।

মহেশখালী- কক্সবাজার নৌপথে সেতু নির্মাণ, এবং তার আগ পর্যন্ত ফেরি সার্ভিস চালু এবং নিরাপদ নৌপথের জন্য দশ দফা দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে কক্সবাজারস্থ মহেশখালী ছাত্র পরিষদ নামের  একটি ছাত্র সংগঠন। আজ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসব দাবীতে মানববন্ধন শেষে তারা জেলা প্রশাসক মো: কামাল হোসেনের হাতে দাবী সংবলিত ঐ স্বারকলিপি তুলে দেন।



/////এ.ডি//এস.ই///