Advertisement


মহেশখালীর কৃতিসন্তান দেশের শীর্ষ আলেম আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন


নিজস্ব প্রতিনিধি,
চট্টগ্রাম থেকে ।। মহেশখালীর কৃতিসন্তান দেশের শীর্ষ আলেম, মাদ্রাসা শিক্ষা সংস্কারের পুরোধা ব্যক্তিত্ব, জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়া, চট্টগ্রামের প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। 

শনিবার দিবাগত রাত ১২টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। 

এর আগে গত ১৮ এপ্রিল থেকে গুরুতর অসুস্থ হয়ে পড়লে আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভীকে চট্টগ্রাম নগরীর এভারকেয়ার হসপিটালে ভর্তি করা হয়। এরপর থেকে বেশ কয়েকবার তাঁকে আইসিইউতে রাখা হয়েছে। হাসপাতালটির মেডিসিন বিশেষজ্ঞ ডা. রেজাউল করীমের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছিলেন ৮৬ বছর বয়সী এই আলেম। 

এর আগে গত ফেব্রুয়ারিতে একবার গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকায় এনে ধানমন্ডির পপুলার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গত বছরের ডিসেম্বরেও একবার তিনি হাসপাতালে ভর্তি হন। তখন চট্টগ্রাম এভারকেয়ার হাসপাতালে তাঁর চিকিৎসা হয়। 

আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ার প্রতিষ্ঠাতা মহাপরিচালক ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সর্বশেষ ঘোষিত কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন। এ ছাড়া তিনি কওমি মাদরাসাভিত্তিক শিক্ষা বোর্ড আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের সভাপতি ও সৌদি আরবভিত্তিক আন্তর্জাতিক সাহিত্য সংস্থা ইন্টারন্যাশনাল লিগ অব ইসলামিক লিটারেচারের বাংলাদেশ ব্যুরো চিফ হিসেবে আমৃত্যু দায়িত্ব পালন করেছেন।

মহেশখালীর কৃতিসন্তান আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভী ১৯৩৯ সালে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনা গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ছিল আলহাজ সূফী আবুল খায়ের ও মাতার নাম ছিল রূহ আফজা বেগম। 

বিকাল ৪ টায় চট্টগ্রামের নিজ হাতে গড়া প্রতিষ্ঠান জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মাদ্রাসা এলাকায় মসজিদের পাশের কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মহেশখালীর কৃতিসন্তান আল্লামা সুলতান যওক নদভী।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালেদ হোসেনসহ দেশের বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান। 

রিপোর্ট: খালেদ মোশাররফ //