মহেশখালীর কুতুবজোম ইউনিয়নের দৈলার পাড়া এলাকার মোস্তফা কামালের মেয়ে শিশু মিমকে আজ মাগরিবের পর থেকে খুজে পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মিমের বয়স দুই বছর। শিশুটিকে খুজঁতে এলাকায় সন্ধ্যা থেকে মাইকিং চলছে। তবে এখনো থানায় নিখোঁজের বিষয়ে জিডি করা হয়নি। -জানিয়েছে স্থানীয় সূত্র।
শিশুটির সন্ধান পেতে আবেদন জানিয়েছেন পিতা মোম্তফা কামাল।
▪️ মোস্তফা কামালঃ ০১৮৩০৯৭৮৩৭৭/০১৮৮৪০৩৫৬৮০