Advertisement


ইউএনও’র গণশুনানি; সেবা পেল ১৭ সেবা প্রত্যাশী


আজ বুধবার। অনুষ্টিত হয়েছে মহেশখালী উপজেলা প্রশাসনের নিয়মিত গণ শুনানি। উপজেলার সেবা প্রত্যাশী নাগরিকদের অভিযোগ-অভাব শুনতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ। গণ শুনানি পরিচালনা করেন নবাগত ইউএনও মো: মাহফুজুর রহমান নিজেই।

ইউএনও মো: মাহফুজুর রহমান মহেশখালীর সব খবর’কে জানিয়েছেন,“ আজও প্রায় ১৭ জন সেবা প্রত্যাশী নাগরিক গণ-শুনানিতে অংশ নিয়েছে। বেশিরভাগই ছিল অভাব কিংবা আর্থিক সাহায্য এমন বিষয়ে”

//অসীম//এস.ই//