Advertisement


মহেশখালীতে কমেছে করোনা, বেড়েছে অচেতনতা

মোট শনাক্ত ৪৫৪ জনের ৪৪৬ জনই সুস্থ


অসীম দাশ।।

“মে-জুনে করোনার যে ভয়াবহ ছিত্র ছিলো সেটি এখন আর সেভাবে পাওয়া যাচ্ছে না। বর্তমানে করোনা পরিস্থিতি অনেকটা ভালো”- মহেশখালীর সব খবর’কে এমনটাই জানিয়েছে মহেশখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো: মাহফুজুল হক।

বর্তমানে মহেশখালীতে মোট শনাক্তের সংখ্যা ৪৫৪ জন; এর মধ্যে অধিকাংশই কোল পাওয়ারের লোক।- আরও জানান তিনি।

মহেশখালী উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সের তথ্য বলছে, এ বছরের ১৯ এপ্রিল মহেশখালীতে প্রথম ধাপে তিন জনের দেহে কোভিড-১৯ শনাক্ত হয়। পরে ধাপে ধাপে বেড়ে এই সংখ্যা দাঁড়ায় ৪৫৪ ’তে। বর্তমানে ৪৫৪ জনের মধ্যে ৪৪৬ জনই সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।

তবে এদিকে করোনা সংক্রমন হার অনেকটা কমে আসলেও জনসাধারণের মধ্যে এখনো সংক্রমণ এড়াতে সচতেনতা চোখে পড়ছে না। মাস্ক ব্যবহারে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের কড়াকড়িতেও অনেকের এখনো অনীহা মাস্ক পরায়।

উল্ল্যেখ যে, গত ১৯ এপ্রিল মহেশখালীতে প্রথম করোনা রোগী শনাক্তের পর মহেশখালী উপজেলা প্রশাসন, নৌ-বাহিনী, পুলিশ সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীকে সাথে নিয়ে সামাজিক দুরত্ব নিশ্চিতকরন এবং মুখে মাস্ক পড়া সহ স্বাস্থ্যবিধি মেনে চলাচল করার জন্য মহেশখালীতে কঠোর অবস্থান গ্রহন করে।