নিজস্ব প্রতিবেদক।। অবশেষে মহেশখালীতে নতুন উপজেলা নির্বাহী অফিসার নিয়োগ দেওয়া হয়েছে। মহেশখালীর নতুন ইউএনওর নাম মোঃ ইয়াছিন। তিনি চট্টগ্রামেরই সন্তান বলে জানা গেছে। তিনি ৩৩তম বিসিএস প্রশাসন এর ক্যাডার সদস্য।
সূত্র জানিয়েছেন -গত ২৩ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা হতে এক প্রজ্ঞাপন মূলে (স্বারক নম্বর ৬৯৮) তাকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে মোট ৬জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া মোঃ ইয়াছিন বর্তমানে পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিগগিরই নতুন কর্মস্থল মহেশখালীতে যোগদান করবেন বলে জানা গেছে।
সূত্র জানিয়েছেন -গত ২৩ ডিসেম্বর চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা হতে এক প্রজ্ঞাপন মূলে (স্বারক নম্বর ৬৯৮) তাকে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার ড. প্রকাশ কান্তি চৌধুরী স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে মোট ৬জন উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিভিন্ন উপজেলায় পদায়ন করা হয়। মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিয়োগ দেওয়া মোঃ ইয়াছিন বর্তমানে পার্বত্য খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি শিগগিরই নতুন কর্মস্থল মহেশখালীতে যোগদান করবেন বলে জানা গেছে।
সূত্র জানায় -উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইয়াছিন চট্টগ্রামের সন্তান। তিনি উত্তর চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের অধিবাসী।