আবু বক্কর ছিদ্দিক।। মহেশখালীতে রান্না কাজে ব্যবহ্নত বিপদজনক গ্যাস সিলিন্ডার দিয়ে চালিত সিএনজি'র বিরুদ্ধে তৃতীয় দিনের মত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন ।
মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ চৌধুরীর নেতৃত্বে ৩১জানুয়ারি (রবিবার) এ অভিযান পরিচালনা করা হয় ।
রান্না কাজে ব্যবহ্নত বিপদজনক গ্যাস সিলিন্ডার দিয়ে চালিত সিএনজি (অটোরিকশা'র) বিরুদ্ধে উপজেলার হোয়ানকের পানিরছড়া , বড় মহেশখালী ও ছোট মহেশখালী ইউনিয়নের ঠাকুরতলা মোড়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অভিযান চালানো হয় ।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রান্না কাজে ব্যবহ্নত গ্যাস সিলিন্ডার দিয়ে চালিত এক সিএনজি চালককে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে ।
ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনাকারী মহেশখালীর এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ চৌধুরী জানান , মহেশখালীতে বিপদজনক গ্যাস সিলিন্ডার দিয়ে চলাচলকারী সিএনজি গুলো এখন অনেকটাই কমে গছে । ফলে তারা এসব বিপদজনক গ্যাস আর ব্যবহার করছে না । আজকে মাত্র একজন বিপদজনক গ্যাস দিয়ে সিএনজি চালককে পাওয়া গেছে , তার বিরুদ্ধ আদালত পরিচালনা করে ১হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে । এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি ।
এসময় অভিযানে সহযোগীতা করেন , মহেশখালী ফায়ার সার্ভিস ও মহেশখালী থানা পুলিশ ।