Advertisement


কুতুবদিয়ায় মাটি ভর্তি গাড়ি চাপায় শিশুর মৃত্যু


কুতুবদিয়া।।
কুতুবদিয়ায় ইটভাটার মাটিভর্তি ডাম্পার চাপায় মো. আসিফ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু কৈয়ারবিল ইউনিয়নের মধ্যম কৈয়ারবিল এলাকার মোহাম্মদ ইদ্রিসের ছেলে। বৃহস্পতিবার সকাল ১১ টায় হাজী মধ্যম কৈয়ারবিল এলাকার হাজী মফজল মিয়াপাড়ার রাস্তায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, মাটিভর্তি গাড়িটি ফসলী জমির মাটি বহন করে ইটভাটায় নিয়ে যাচ্ছিল। বেপরোয়া গতিতে চলছিল গাড়িটি। এ সময় সড়কের পাশে খেলারত অবস্থায় শিশুটিকে চাপা দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে কুতুবদিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। ড্রাইভার পলাতক রয়েছে। 

কুতুবদিয়া থানার ওসি মোঃ জালাল উদ্দিন জানান, থানায় একটি অপমৃত্যু জিডি রুজু করা হয়েছে এবং ময়না তদন্তের জন্য শিশুটির লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।