কাব্য সৌরভ ||
ব্রিটেনে অবস্থানরত ছোট ভাইয়ের সাথে শেষ দেখা হলো না মহেশখালীর সম্ভবনাময়ী তরুণ এডভোকেট তকি উল্লাহ্'র। ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে গতকাল ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তকি। মৃত্যুর আগে ব্রিটেনে অবস্থান করা ছোট ভাই হোজাইফ উল্লাহ'র কথা বার বার বলছিলেন তিনি। ছোট ভাইকে শেষ বারের মতো দেখার আকুতি নিয়ে না ফেরার দেশে চলে গেলেন এই সম্ভাবনাময়ী তরুণ।
তকি উল্লাহ'র মৃত্যুতে মহেশখালী জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। ব্যক্তি জীবনে বেশ কয়েকটি সমাজসেবা মূলক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। রাজনৈতিক জীবনে বাংলাদেশ ছাত্রলীগের হয়ে কক্সবাজার জেলা ছাত্রলীগের সহ সম্পাদক পদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তকি উল্লাহ। শিক্ষা জীবনে প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ন সম্পাদক ছিলেন। অকালে এই সম্ভাবনাময়ী তরুণের প্রস্থানে বন্ধুবান্ধব সহপাঠীসহ সে সব সংগঠনের সকলের মাঝে দেখা দিয়েছে শোকের মাতম। তকি'র সাংগঠনিক দক্ষতা স্নেহাশিস আচরণ বন্ধুবৎসল স্বভাব নিয়ে স্মৃতিচারণ করছেন তারা। একজন সহযোদ্ধা কে হারিয়ে শোকবার্তা জানিয়েছেন কক্সবাজার জেলা ছাত্রলীগসহ নানা সংগঠন।
শিক্ষা জীবনে তকি উল্লাহ পশ্চিম ফকিরাঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে তার প্রাথমিকের গণ্ডি পার করেন এর পর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন মহেশখালীর আইল্যান্ড হাই স্কুলে। পরে ২০০৭ সালে এসএসসি সম্পন্ন করেন রহমানিয়া উচ্চ বিদ্যালয় হামজারবাগ চট্টগ্রাম থেকে। এরপর এল.এল.বি অনার্স প্রিমিয়ার ইউভার্সিটি চট্টগ্রাম থেকে এবং ঢাকা ইস্টার্ন বিশ্ববিদ্যালয়
থেকে এল.এলএম সম্পন্ন করে আইনি পেশায় যোগ দিয়েছিলেন।
মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মিয়াজীর পাড়ার মাওলানা মনজুর আহমদের সন্তান তকি উল্লাহ পেশায় ছিলেন একজন আইনজীবী। পরিবারে পাঁচ ভাইবোনের মধ্যে তকি চতুর্থতম। তাঁর বড় ভাই এরফান উল্লাহ সিরাজগঞ্জের দায়রাজজ আদালতের বিচারক ও ছোট ভাই হোজাইফ উল্লাহ ব্রিটেনে অবস্থান করছেন ডাক্তারি পড়াশোনা নিয়ে। তকি উল্লাহ'র এমন মৃত্যুতে পরিবারে শোকের অন্ত নেই।
এই মেধাবী সম্ভাবনাময়ী তরুণের মৃত্যুতে শোক জানিয়েছেন মহেশখালীর নানা শ্রেণীপেশার মানুষ। তকি'র আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তারা।
আজ বেলা ২টায় তকি উল্লাহ'র নামাজে জানাজা শেষে বড় মহেশখালীর পশ্চিম কবরস্থানে তাঁকে দাফন করা হয়।