যুবদলের পর জেলায় এবার বিএনপির কমিটি নতুনায়নে হাত দিয়েছে নেতৃবৃন্দ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা শাখার ৪৬ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। একই সাথে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
আগামী দুই মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য আহবায়ক কমিটিকে নির্দেশ দিয়েছেন জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক।
সোমবার (১৮ জানুয়ারি) বাহাদুর শাহকে আহবায়ক এবং ইকবাল হোসেনকে সদস্য সচিব করে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না এই কমিটি অনুমোদন করেন।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
পূণার্ঙ্গ আহ্বায়ক কমিটিঃ বাহাদুর শাহ, আহবায়ক- পেকুয়া, ইকবাল হোসেন, সদস্য সচিব-বারবাকিয়া। সদস্য যথাক্রমে- মাস্টার জোবাইর-শিলখালী, মাস্টার আরিফ আহমদ-উজানটিয়া, আবু জাফর এম.এ-রাজাখালী, জয়নাল আবেদীন-টৈটং, শাফায়েত আজিজ চৌং রাজু- মগনামা, ডাঃ বেলাল হায়দার- শিলখালী, রেজাউল করিম মিন্টু- উজানটিয়া, শাহ নেওয়াজ আজাদ- পেকুয়া, আবু বক্কর-পেকুয়া, ফয়সাল চৌধুরী- মগনামা, মাস্টার ইউনুছ-বারবাকিয়া, মোসলেম উদ্দিন-টৈটং, মাঃ নুরুল ইসলাম- পেকুয়া পূর্ব জোন, ছিদ্দিক আহমদ মেম্বার- উজানটিয়া, জাফর আলম- উজানটিয়া, আনোয়ার হোসেন এমজারু- উজানটিয়া, আসহাব উদ্দিন-শিলখালী, আব্দু রশিদ-শিলখালী, আবুল বশর বাবু- রাজাখালী, জিয়াউল হক জিয়া-রাজাখালী, এস.এম. জাকের হোসেন- মগনামা, তোফায়েল আহমদ- মগনামা, আব্দুল মোনাফ- পেকুয়া, আনছারুল হক- বারবাকিয়া, মোহাম্মদ খাইরু- পেকুয়া পূর্ব জোন, শহিদুল্লাহ বাচ্চু- টৈটং, রুহুল আমিন (এমইউপি)- টৈটং, নুরুচ্ছফা (এমইউপি)- টৈটং, গোলাম মোর্শেদ- পেকুয়া পশ্চিম জোন, আবু তাহের (এমইউপি)- পেকুয়া পূর্ব জোন, ইউসুফ রুবেল- পেকুয়া পশ্চিম জোন, মোস্তাক আহমদ (এমইউপি)- বারবাকিয়া, ছরওয়ার কামাল (এমইউপি)- বারবাকিয়া, আবুল কালাম (এমইউপি)- শিলখালী, আবু ছিদ্দিক (এমইউপি)- সদস্য শিলখালী, শহিদুল্লাহ (এমইউপি)- পেকুয়া পূর্ব জোন, ছাবের হোসেন মিস্ত্রি- পেকুয়া পূর্ব জোন, উকিল আহমদ, পেকুয়া পশ্চিম জোন, নুরুল হুদা-পেকুয়া পূর্ব জোন, সাবিনা ইয়াছমিন ঝিনু- পেকুয়া সদর, শওকত আরা শেফু- রাজাখালী, লুৎফা হায়দার রনি, পেকুয়া সদর, ফরিদা ইয়াছমিন- বারবাকিয়া, ও হামিদা বেগম- মগনামা।
জানাগেছে -জেলায় ঝিমিয়ে পড়া দলের কার্যক্রমকে চাঙা করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।