Advertisement


শাপলাপুরে প্যারাবন কেটে চিংড়ি ঘের, বন বিভাগের বাঁধা, গুলি বিনিময়

শাপলাপুরে প্যারাবন কেটে চিংড়ি ঘের, বন বিভাগের বাঁধা, গুলি বিনিময়আবু বক্কর ছিদ্দিক।। মহেশখালীর শাপলাপুরে প্যারাবন কেটে চিংড়ি ঘের নির্মাণ করছে বলে খবর পাওয়াগেছে। স্থানীয়  একটি প্রভাবশালী মহল এ ঘের নির্মাণ কাজ করছে। 


সরকারি বন বিভাগের জমি দখল করে এমন ঘের নির্মাণের সংবাদে অভিযান চালায় উপকূলীয় বন বিভাগ। 


আজ বন বিভাগের লোকজন ঘের নির্মাণকারীদের বাঁধা দিতে গেলে শাপলাপুর জেএমঘাট উপকূলীয় বনকর্মীদের সাথে ঘের মালিকদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে ।