Advertisement


এইচএসসি: মহেশখালী কলেজে জিপিএ-৫ বাড়ল ৭ গুণ

 


অসীম দাশ।।

এইসএসসিতে পরীক্ষাহীন মূল্যায়নে আগের বারের তুলনায় এবারে মহেশখালী কলেজে জিপিএ-৫ সাত গুণ বেড়েছে। করোনা ভাইরাসের সংক্রমণের কারণে পরীক্ষা না হওয়ায় শতভাগ পাসের এই ফলে মহেশখালীর সর্বোচ্ছ এই বিদ্যাপীঠে তিন বিভাগে মোট ৭ জন জিপিএ ফাইভ পেয়েছে।

শিক্ষাবোর্ডের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মহেশখালীর তিন কলেজের (কারিগরি কলেজ ছাড়া) মধ্যে সর্বোচ্ছ সংখ্যক জিপিএ-৫ পেয়েছে মহেশখালী কলেজ থেকে। অন্যদিকে হোয়ানক কলেজ থেকে কেউ জিপিএ-৫ না পেলেও, বঙ্গবন্ধু মহিলা কলেজের ২ শিক্ষার্থী পেয়েছে ফলের সর্বোচ্ছ এই সূচক জিপিএ-৫।

শনিবার (৩০ জানুয়ারি) বেলা পৌনে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে এ ফল প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

জেএসসি ও এসএসসি পরীক্ষার ফল এবং অনলাইন ক্লাসের মূল্যায়নের ভিত্তিতে এই ফল প্রকাশিত হলো।