Advertisement


ঢাকা থেকে কিশোরী গৃহকর্মীকে কক্সবাজারে এনে শ্লীলতাহানি

ঢাকার ডেমরার ১৪ বছরের এক কিশোরী গৃহপরিচারিকা প্ররোচনায় পড়ে কক্সবাজারে বেড়াতে গিয়ে বাড়ির মালিকের ছেলের শ্লীলতাহানির শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা রোববার রাতে ডেমরা থানায় অভিযুক্ত কিশোর মো. আরিফের (১৪) বিরুদ্ধে মামলা করেছেন। খবর দৈনিক যুগান্তরের। 

পরবর্তীতে ওই রাতেই পুলিশ আরিফকে গ্রেফতার করে সোমবার আদালতে পাঠায়। ওই দিন বিকালে আদালত তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরিফ ডেমরার দক্ষিণ-পূর্ব বক্সনগর এলাকার আবুল হোসেনের ছেলে। এদিকে মেয়েটি আদালতে এ বিষয়ে জবানবন্দি দিয়েছে বলেও জানা গেছে। 

ভুক্তভোগীর পরিবারের বরাত দিয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ডেমরা থানার এসআই মো. আব্দুল মোনায়েম বলেন, ভুক্তভোগী মেয়েটি বিভিন্ন বাসায় গৃহপরিচারিকা হিসেবে কাজ করত। ওই সুবাদে একপর্যায়ে আরিফের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

গত ৯ ফেব্রুয়ারি আরিফ ফুসলিয়ে কক্সবাজার বেড়াতে নিয়ে একটি হোটেলে মেয়েটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। এ সময় মেয়েটি চেঁচামেচি করলে হোটেলের আশপাশের লোকজন এগিয়ে আসায় আরিফ দ্রুত পালিয়ে যায়।