Advertisement


যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র, বাইডেন কী চায়?


বাইডেন প্রশাসন ক্ষমতা গ্রহণের পরই উপসাগরীয় এলাকা থেকে বিমানবাহী একটি যুদ্ধজাহাজ সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের মুখপাত্র জন কিরবি মঙ্গলবার জানিয়েছেন, মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস নিমিতজ স্ট্রাইক গ্রুপটি মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় সামরিক কমান্ড থেকে ইন্দো-প্যাসিফিক কমান্ড অঞ্চলে সরিয়ে নেওয়া হয়েছে। -খবর আর্ন্তজাতি গণমাধ্যমের।  

যুদ্ধজাহাজ সরিয়ে নেওয়ার বিষয়টিকে ইরানের সঙ্গে উত্তেজনা কমানোর চেষ্টা হিসেবে দেখা হচ্ছে বলে আল জাজিরা জানিয়েছে। 

পেন্টাগন মুখপাত্রের ভাষ্যমতে, ট্রাম্প প্রশাসন উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ালেও বাইডেন প্রশাসন সেখানে নিরাপত্তার জন্য যুদ্ধজাহাজ রাখার দরকার মনে করছে না।

তবে নয় মাস ধরে সাগরে অবস্থান করা যুদ্ধজাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে রওনা হয়েছে কিনা তা নিশ্চিত করেননি তিনি। 


সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অধীনে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের তীব্র উত্তেজনা তৈরি হয়। তবে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন ইরানের প্রতি নমনীয় হতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে।