নিজস্ব সংবাদদাতা
মহেশখালীতে পুকুরে ডুবে শেখ মোহাম্মদ ফাহিম (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। পৌরসভার ৮ নং ওর্য়াডস্থ গোরকঘাটা সিকদার পাড়ায় পুকুরে গোসল করতে নেমে শিশুটির মৃত্যু ঘটে। ঘটনাটি ঘটেছে আজ শনিবার (১৩ মার্চ) দুপুর সাড়ে ১২টার সময়।
জানা যায়, ফাহিম স্থানিয় বাসিন্দা কামাল হোসোন ও হালিমা বেগমের প্রথম সন্তান। সে পৌরসভার জামিয়া আরবিয়া ইসলামিয়া গোরকঘাটা (মাদ্রাসার) নার্সারীতে পড়তো। শিশু ফাহিম ছিলেন শারীরিক প্রতিবন্ধীও।
ফাহিমের মা হালিমা বেগম জানান,- “ছেলে গোসল করে ফিরতে দেরি হওয়ায় আমি তাকে খুঁজতে বের হই। পুকুরঘাটে এসে কাপড়চোপড় দেখতে পেয়ে এলাকার কিছু ছেলেদের সহযোগীতায় পুকুরে খুঁজতে থাকি। এক পর্যায়ে ১টা ৪০ মিনিটের সময় তার মৃত দেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যাওয়া হয়।