
মহেশখালী পৌরসভা: ৫নং ওর্য়াডে লড়বেন শ্রমিক নেতা রিপন উদ্দিন
Wednesday, March 10, 2021
Comment
অসীম দাশ।।
নিবার্চন কমিশন আগামী ১১ ই এপ্রিল মহেশখালী পৌরসভার ভোটের দিন ধার্য্য করেছে। ইতিমধ্যে পৌর এলাকার সবকটি ওর্য়াডেই নিজ নিজ প্রার্থীরা চালাচ্ছেন প্রচার-প্রচারণা। এতে অংশ নিচ্ছে প্রার্থীদের সমর্থকরাও।
জানা গেছে, পৌরসভার ৫নং ওর্য়াডে এবার কাউন্সিলর প্রার্থী হচ্ছেন পৌর শ্রমিক লীগের সভাপতি রিপন উদ্দিন রিপন। আজকে তিনি নির্বাচনের রির্টনিং অফিসারের কাছ থেকে মনোনয়ন ফরমও সংগ্রহ করেছেন।
শ্রমিক নেতা রিপন মহেশখালীর সব খবর’কে এক প্রতিক্রিয়ায় বলেন, “ আমি সবসময় রাজনীতির মানুষ। গণ-মানুষের সাথে থাকি। এলাকার যেকোন কাজে অতীতেও সবসময় পাশে ছিলাম। কোন বিতর্কিত কাজে কখনও জড়াই নি। আমি আশাবাদী আমার নির্বাচনী এলাকার লোকজন আমাকে মূল্যায়ন করবে”।
শিরোনাম ছিলো.. "মহেশখালী পৌরসভা: ৫নং ওর্য়াডে লড়বেন শ্রমিক নেতা রিপন উদ্দিন"
Post a Comment