Advertisement


করোনা শনাক্তঃ মহেশখালীতে ৪টি বাড়ি লকডাউন


কাইছার হামিদ।।
মহেশখালীতে ভয়াংকর করোনায় চারজন শনাক্ত হওয়ায় চারটি বাড়ি লকডাউন এবং স্বাস্থ্যবিধি না মানায় ১১জনকে ৪হাজার টাকা জরিমানা করেছেন এসিল্যান্ড।

গত ১০ এপ্রিল শরিবার দ্বীপ উপজেলায় এবার মহামারি করোনার সনাক্ত হওয়ায় চার রোগির
চারটি বাড়ি লকডাউন করে দিয়েছেন উপজেলার প্রশাসন। তৎমধ্যে মহেশখালী পৌরসভায় ৩টি ও শাপলাপুর ইউনিয়নে ১টি। অপরদিকে যথাযথভাবে স্বাস্থ্যবিধি না মানা এবং মাস্ক পরিধান না করায় উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ১১জনকে ৪ হাজার টাকা জরিমানা করেন মহেশখালীর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলমগীর হোসেন। তিনি এসব বিষয় নিশ্চিতও করেন।


শনাক্ত হওয়া রোগিদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা, সামাজিক দূরত্ব মেনে চলা এবং মাস্ক পরিধান নিশ্চিত কল্পে এ অভিযান পরিচালনা করা হয়। তিনি পাশাপাশি মহেশখালীবাসীকে এ সংক্রমণ থেকে নিজ, পরিবার এবং প্রতিবেশিকে সুরক্ষা রাখতে যথাযথভাবে স্বাস্থ্যবিধি প্রতিপালনের জন্য বাড়ি বাড়ি গিয়ে নির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট প্রশাসন এবং এসিল্যান্ড। এছাড়াও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণসহ সচেতনতার জন্য মাইকিং করেন।