Advertisement


ছোট মহেশখালী থেকে সরকারি চাল উদ্ধার, ৩ সদস্যের তদন্ত কমিটি গঠিত


রকিয়ত উল্লাহ।।
গতকাল ৬ জুলাই মহেশখালী উপজেলার ছোট মহেশখালীর এক চৌকিদারের বাড়িসহ ৩টি বাড়ি থেকে ২৬ বস্তা সরকারি ভিজিডির চাল উদ্ধারের ঘটনায় ৩ জন বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা নন্দন কুমারকে প্রধান করে গঠিত এ তদন্ত কমিটিতে সদস্য করা হয় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস দত্ত ও উপজেলা সমবায় কর্মকর্তা মাসুদ কুতুবীকে।

আগামী ৭ কর্ম দিবসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করার জন্য বলা হয়েছে।

সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকালে ছোট মহেশখালীর সিপাহীর পাড়ায় মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের চৌকিদারের বাড়িসহ তার আত্মীয়ের ৩টি বাড়ি থেকে ২৬ বস্তা ভিজিডি কার্ডের সরকারি চাল ও ১০টি ভিজিডি কার্ড জব্দ করে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান জানান,  সরকারি চাল উদ্ধারের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান।