মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পে অনৈতিক সুবিধা নিতে না পেরে মিথ্যা, ভুয়া, ও ভিত্তিহীন অভিযোগ এনে বিভিন্ন কর্মকর্তার বিরুদ্ধে মিথ্যা ও মানহানীকর সংবাদ প্রচার করে বিভ্রান্ত করার চেষ্টা করছে স্বার্থনেষী সিন্ডিকেট । আমি এ সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মূলতঃ এ চক্রটি পেশিবল ও অনৈতিক উপায়ে প্রকল্প থেকে সুবিধা নিতে না পেরে আমাকে শিবির ক্যাডার ও সাবেক জামায়াত এমপি'র দেহরক্ষী, চট্টগ্রামে আলোচিত ৮মার্ডার মামলার মূল হুতা বলে বিভ্রান্তি করে অপ-পচার চালিয়ে যাচ্ছে। অথচ মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ১টি সবা-ঠিকাদারী প্রতিষ্ঠান পস্কোর চিফ সেফটি সিকিউরিটি পদে সুনাম ও দক্ষতার সহিত দায়িত্ব পালন করে আসছি আমি। আমি শুধু মাত্র পস্কো কোম্পানির সিকিউরিটির দায়িত্ব দেখাশুনো করে আসছি। প্রকল্পের কাজ দেওয়া ঐ কোম্পানির মেটেরিয়াল কন্ট্রোলার ও নিয়োগ দেওয়া এইচ আর বিভাগের। এ অবস্থায় আমাকে টাকার বিনিময়ে লোক নিয়োগ ও কমিশনে মাধ্যমে কাজ দিচ্ছি বলে হাস্যকর মিথ্যা সংবাদ পরিবেশন করে আসছে।লোক নিয়োগ বা সাপ্লায়ার কোম্পানিকে কাজ দেওয়ার বিষয়ে আমার কোন এখতিয়ার নেই। অথচ আদালতের মাধ্যমে ২০০৮ সালে রায় হওয়া ৮ মার্ডার এর মামলার মূল হোতা বলে আমাকে উল্লেখ করাটা আদালত অবমাননাসহ নানা ভাবে আমার ব্যক্তিগত সুনাম ও মান-সম্মান ক্ষুন্ন করার মত। এর আগেও একই ভাবে মাতারবাড়ির অনেক স্বার্থন্বেষী মহল প্রকল্প থেকে অনৈতিক সুবিধা নিতে না পেরে বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে মিথ্যা ও ভুয়া সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করে আসছে।
এছাড়াও প্রকল্পের অগ্রগতিতে বাঁধা সৃষ্টি করতে জামায়েত - শিবিরের নীল নকশা বাস্তবায়নে সরকার বিরোধী নীল নকশা চালানোর চেষ্টা চালিয়ে যাচ্ছি বলে হাস্যকর অপ-পচার করে যাচ্ছে। এরকম হলে প্রকল্পে নিয়োজিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার রিপোর্টে তা প্রকাশ পেত।
ডিজিটাল মাধ্যমে আমার নামে এমন কুৎসা রটানো, চরম মানহানিকর ও বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন আইনত দণ্ডনীয় অপরাধ। এতে আমি ও আমার পরিবারের বিশাল অংকের আর্থিক ও অপুরনীয় সামাজিক ক্ষতি হয়েছে। আমি এ নিয়ে দ্রুত সময়ে আইনি উদ্যোগ গ্রহণ করব। এমন ভুয়া তথ্যপূর্ণ ভিত্তিহীন সংবাদে কাউকে বিভ্রান্তি না হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি সাথে সাথে এমন মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারীঃ
রাইহান
চিপ সিকিউরিটি
পস্কো কোম্পানি লিঃ