Advertisement


আজ মহেশখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালন হচ্ছে


নিজস্ব প্রতিবেদক।।
মহেশখালীতে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হচ্ছে। সকালে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে "ডিজিটাল সমতা,সকল বয়সের প্রাপ্যতা" স্লোগান নিয়ে নানা অনুষ্ঠান করেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।

জানা গেছে -এনজিও মুক্তির 'প্রবীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি'র আওতায় প্রবীণদের নিয়ে শোভাযাত্রা করা হয়। পরে  শ্রেষ্ট প্রবীণ ও শ্রেষ্ট সন্তানদের সম্মননা দেওয়া হয়।


আজ ১ অক্টোবর, আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটি উপলক্ষে শক্রবার সকালে বড় মহেশখালীতে আয়োজিত অনুষ্ঠানমালায় প্রধান অতিথি ছিলেন বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত উল্লাহ বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন -সবাই প্রবীণ হবো একদিন, প্রবীনদেরকে যত্ন ও সম্মান করতে জানতে হবে আমাদের, আজ যারা প্রবীণদের সম্মান করতে জেনেছে তাদেরকে শ্রেষ্ট সন্তানের সম্মাননা দেয়া হচ্ছে।  তাই সকলের উচিত প্রবীণদের যত্ন ও সম্মান করা।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মুক্তি কক্সবাজারের কর্মকর্তা-কর্মচারীসহ এলাকার বিপুল সংখ্যক প্রবীণ।

প্রসঙ্গতঃ জাতিসংঘ ১৯৯০ সালে আন্তর্জাতিকভাবে দিবসটি প্রতিবছর ১ অক্টোবর পালনের সিদ্ধান্ত নেয়। প্রবীণদের সুরক্ষা এবং অধিকার নিশ্চিতের পাশাপাশি বার্ধক্যের বিষয়ে বিশ্বব্যাপী গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ১৯৯১ সাল থেকে এ দিবসটি পালন করা শুরু হয়।