Advertisement


মহেশখালীর জেটির কাটের অংশ ভেঙে নারীসহ একাধিক যাত্রী পড়ে গেছে, আহত ৫


রকিয়ত উল্লাহ।।
মহেশখালী জেটিঘাটের কাটের অংশ ভেঙে দুর্ঘটনার শিকার হয়ে একাধিক যাত্রী খালে পড়ে গেছে। এ ঘটনায় ৫ নারী ও শিশু যাত্রী আহত হয়েছে।

জানা গেছে -শুক্রবার বিকাল ৪টার দিকে কক্সবাজার থেকে একাধিক যাত্রী স্পীড বোট ও গাম বোট করে মহেশখালী জেটিঘাটে পৌঁছলে বোট থেকে নেমে তড়িঘড়ি করে জেটিতে উঠতে গিয়ে কাটের জেটি ভেঙ্গে যায়। এতে ৫ জন নারী ও শিশু আহত হয়েছে। আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার দেওয়া হয়েছে বলে খবর পাওয়া গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে স্পীড বোট ও গাম বোট করে মহেশখালী জেটিঘাটে নামলে হঠাৎ করে জেটির কাটের অংশ ভেঙে প্রায় ১৫-২০জন যাত্রী পানিতে পড়ে যায়। এদের মধ্যে কয়েকজন নারী আহত হয়েছে।

মিজবাহ ইরান নামের এক যাত্রী জানান, ঘাট তদরকির কাজে নিয়োজিতদের অব্যবস্থাপনায় ও ঝুঁকিপূর্ণ ভাবে কাটের অংশ ব্যবহার করায় এ দুর্ঘটনা ঘটেছে। প্রশাসনের উচিত ঝুঁকিপূর্ণ  অংশ সংস্কার করে নিরাপদে যাত্রী পারা পারের সেবা দেওয়া।

এ ব্যাপারে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া জানান, জেটি ঘাটের কাটের অংশ ভেঙে যাওয়ায় তা আমরা দ্রুত সংস্কার করতেছি, তবে ভেঙে যাওয়ার সময় পানিতে কিছু যাত্রী পড়ে গেলেও তেমন কেউ আহত হয়নি বলে জানান তিনি।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান জানান, মহেশখালী জেটি ঘাটে কাটের অংশ ভেঙে দুর্ঘটনার খবর শুনেছি, খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে তিনি জানান।