Advertisement


১৭ মার্চ: বাংলাদেশগামী সকল বিমান নিষিদ্ধ ঘোষণা করল ভারত সরকার


মুহম্মদ হেলাল উদ্দিন

আগের দিনের ধারাবাহিকতায় ১৭ মার্চ মুজিব-ইয়াহিয়া বৈঠক দ্বিতীয় দফা চলমান থাকে। বেসামরিক প্রশাসনকে সাহায্য করার জন্য কোন অবস্থার প্রেক্ষিতে ২ মার্চ থেকে ৯ মার্চ পর্যন্ত সামরিক বাহিনী তলব করা হয়েছিল, সে সম্পর্কে তদন্ত করার জন্য বঙ্গবন্ধুর দাবির প্রেক্ষিতে সামরিক কর্তৃপক্ষ এদিন একটি উচ্চ পর্যায়ের কমিশন গঠন করে এবং কমিশনকে সমস্ত বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার জন্য বলা হয়। মুজিব-ইয়াহিয়া দ্বিতীয় দফা বৈঠক ১৭ মার্চ সম্পন্ন হয়। বঙ্গবন্ধু এদিন মুক্তি সংগ্রামের লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার পূণরায় দৃপ্ত ঘোষণা করেন। তিনি এক বার্তায় জনগণকে ত্যাগ স্বীকারের জন্যও প্রস্তুত থাকতে আহ্বান জানান।

এদিনের অনেক ঘটনার মধ্যে ভারতের ওপর দিয়ে বাংলাদেশগামী সকল বিদেশি বিমানের চলাচল নিষিদ্ধ ঘোষণা করে ভারত সরকার। পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তানগামী সকল বিমানকে ভারতে একবার অবতরণ করার নির্দেশেও জারি করে ভারত। বিদেশি বিমানযোগে পশ্চিম পাকিস্তান থেকে সেনা বহন করে পূর্ব পাকিস্তান নেওয়া রোধ করতে ভারত সরকার এমন ব্যবস্থা নেয়। এতে আমাদের স্বাধীনতার পথ আরেকটু এগিয়ে যায়। চলতে থাকে মুক্তি সংগ্রাম।