নিজস্ব প্রতিবেদক।। কালারমার ছড়ার নোনাছড়ি-ফকিরাঘোনা দিয়ে বহমান বিশাল ছড়া দখল করে অবশিষ্ট ছড়া থেকে বালি তোলার অভিযোগ উঠেছে স্থানীয় শের-আলীর ছেলে মঈন উদ্দিন প্রকাশ ভূতাইয়্যা নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এক সময়ের বিশালাকৃতির ওই ছড়া দখলের ফলে ছড়া সঙ্কীর্ণ হওয়ার পাশাপাশি আসছে বর্ষা মৌসুমে সম্পূর্ণ পানি নিষ্কাশন বন্ধ হয়ে ছড়ার সাথে লাগোয়া বসতভিটা প্লাবিত হওয়ার শঙ্কায় রয়েছে বহু পরিবার। তাই প্রতিকার চেয়ে স্থানীয় প্রশাসন কতৃক দখলি ছড়া উদ্ধার করতে কার্যকর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো।
মঈন উদ্দিন (ভূতাইয়্যা) নামের ঐ ব্যক্তির বিরুদ্ধে স্থানীয়দের আরও অভিযোগ রয়েছে যে, ছড়ার বালি উত্তোলনের সময় কেউ বাঁধা দিলে তাদের ওপর চড়াও হয়ে মারধরসহ বিভিন্ন হুমকি দেওয়া হয়। ফলে অনেকটা অসহায়ত্বের মধ্যে রয়েছে বর্ষায় নাজুক পরিস্থিতির শঙ্কায় থাকা পরিবারগুলো।
এ নিয়ে দ্রুত কার্যকর অভিযান পরিচালনা করে সরকারি ছড়া দখলদারদের বিরুদ্ধে প্রশাসন কার্যকর ব্যবস্থা নিবেন এমনটি আশা করছেন স্থানীয়রা।
প্রসঙ্গত: এই ছড়া দখলকারী মঈন উদ্দিন একজন স্থানীয় প্রভাবশালী ও ঝগড়ে প্রকৃতির ব্যক্তি হওয়ায় স্থানীয়দের ঝুঁকিতে ফেলে এমন কর্মকাণ্ড পরুচালনা করলেও কেউ তার এহেন কর্মকাণ্ডের বিরুদ্ধে রুখে দাঁড়াতে সাহস পাচ্ছে না। -জানিয়েছেন স্থানীয়রা।