রকিয়ত উল্লাহ
মহেশখালীর মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনায়
নিখোঁজ চীনা নাগরিকের জিয়ান হং চেন(৫২) মৃত দেহ উদ্ধার করেছে কোস্টগার্ড।
২ মার্চ শনিবার বেলা ১২টার সময় মাতারবাড়ি চ্যানেলের শেষ অংশে বঙ্গোপসাগর লাশটি উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেন মাতারবাড়ি কোল পাওয়ায় জেনারেশন কোম্পানির সিকিউরিটি ইন-চার্জ আলফাজ উদ্দিন।
সূত্রে জানা যায়, গত ৩১শে মার্চ সকাল ৭টার দিকে মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। এতে মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পস্কো কোম্পানির সাব-কন চিনাহাইড্রো কোম্পানিতে কর্মরত চীনা নাগরিক জিয়ান হং চেন(৫২) নিখোঁজ ছিল। অবশেষে আজ কোস্ট গার্ড লাশটি উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানা যায়।
এবিষয়ে মহেশখালী থানার ওসি তদন্ত আশিক ইকবাল বলেন, চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার ঘটনা শুনেছি এবং ঘটনাস্থলে পুলিশ রওয়া দিয়েছে।