Advertisement


মহেশখালী উপজেলা প্রেসক্লাবের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন


প্রেস বিজ্ঞপ্তি।। মহেশখালী উপজেলা প্রেসক্লাব'র বহুল আলোচিত দ্বি-বার্ষিক নির্বাচন পরবর্তী নবনির্বাচিত প্রতিনিধিদের অভিষেক অনুষ্ঠান ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

আজ ২২ এপ্রিল (শুক্রবার) মহেশখালী উপজেলা প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ের মাঠ প্রাঙ্গনে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
মহেশখালী উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জে.এইচ.এম. ইউনুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আ.ন.ম. হাসান এবং সদস্য ফারুক ইকবালের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির আজাদ, মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল আবাসিক অফিসার শিব শেখর, মহেশখালী প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোস্তাফা আলী, ইসলামী ফাউন্ডেশন মহেশখালী উপজেলা শাখার সুপারভাইজার মীর কাশেম, মহেশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক এম এম মাসুদ ও মহেশখালী থানার এস আই বাপ্পী সরদারসহ প্রমুখ।

মহেশখালী উপজেলা প্রেসক্লাবের অর্থ-সম্পাদক মাওলানা খাইরুল আমিনের কুরআন তেলওয়াতের মাধ্যমে বক্তাদের বক্তব্য প্রদানের পর্ব শুরু হয়। উপস্থিত অতিথিবৃন্দ ও প্রেসক্লাবের নবনির্বাচিত প্রতিনিধিদের পরিচয় পর্ব সম্পন্ন হয়েছে।

এসময় মহেশখালী উপজেলা প্রেসক্লাবের সভাপতি জে.এইচ.এম. ইউনুসের,সাধারণ সম্পাদক আ.ম.ম হাসান, সাংগঠনিক সম্পাদক এরফান হোসাইন, প্রচার ও দপ্তর সম্পাদক মিসবাহ ইরান,অর্থ সম্পাদক মৌলানা খায়রুল আমিনসহ ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন বলেন, সাংবাদিকদের রাস্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয়। সাংবাদিকদের মাধ্যমে জাতি অজানা সব তথ্য পেয়ে থাকে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে আরো বলেন,আপনাদের দায়িত্বটা আমার চেয়ে কোন অংশে কম নয়। সাংবাদিকতার এই মহান পেশাকে লালন করে তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহবান জানান।

উল্লেখ্য যে, গত ৩১ জানুয়ারী ভোটের মাধ্যমে মহেশখালী উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনে মৌলানা ইউনুছকে সভাপতি ও আনম হাসানকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।