Advertisement


সিলেটে বিপন্ন মানবতা, মহেশখালীবাসী সাহায্যে এগিয়ে আসুন


ডেস্ক সার্ভিস।। বাংলাদেশের সর্ব দক্ষিণের কক্সবাজার জেলার দ্বীপ উপজেলা মহেশখালীর মানবিক ভাইদের নিয়ে আমরা দেশের ইমার্জেন্সি যেকোন ক্রাইসিসে এগিয়ে আসতে “আমারা মহেশখালী বাসী” নামে মানবিক সহয়তা কেন্দ্র বা ফাউন্ডেশনের যাত্রা শুরু করতে যাচ্ছি। যেখানে আমরা সর্বপ্রথম সিলেটবাসীদের পাশে এগিয়ে যেতে চাই।

সিলেট ও সুনামগঞ্জে পাহাড়ি ঢল আর অতি ভারী বৃষ্টিতে নদ-নদী ও হাওরের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় বন্যার আরও বিস্তৃতি ঘটেছে এবং দিন দিন পরিস্থিতি খারাপের দীকে যাচ্ছে।

পানিবন্দি হয়ে পড়েছেন দুই জেলার প্রায় ৪০ লাখ মানুষ। সংশ্লিষ্টরা বলছেন, এটি সিলেটে স্মরণকালের ভয়াবহ বন্যা।

পানিবন্দি মানুষের মধ্যে হাহাকার ও আর্তনাদ চলছে। আশ্রয়ের খোঁজে পানি-স্রোত ভেঙে ছুটছে মানুষ। সবচেয়ে বিপদে আছেন শিশু ও বয়স্করা। অসাধু ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধির করায় এবং বন্যা পরিস্থিতি অবনতি হওয়ার দেখা দিয়েছে খাদ্য সংকট। বিশেষ করে বন্যার কারণে রান্নাবান্না করতে না পারায় শুকনো খাবার বেশি জরুরি অত্র এলাকা সমূহে।

তাই প্রিয় মহেশখালী উপজেলার মানবিক ভাইদের আমাদের এই মহৎ উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানাই।

নিম্নে প্রদত্ত পারসোনাল নাম্বার সমূহে বিকাশ/নগদ উভয় চালু রয়েছে। সেন্ডমানি/Send Money করুন:

আ.ন.ম হাসান: 01818-783091
মনির বিন সোলতান: 01623-561951
এনামুল হক: 01838-972528

নিবেদক:
এম হুমায়ুন কবির আজাদ,
প্রধান শিক্ষক
বড় মহেশখালী বালিকা বিদ্যালয় ও প্রধান সমন্বয়ক
আমরা মহেশখালীবাসী।