Advertisement


মহেশখালীতে অতিবৃষ্টি, পাহাড় ধস, শিশুর মৃত্যু


ফুয়াদ মোহাম্মদ সবুজ।।
মহেশখালীর কালারমার ছড়া ইউনিয়নের অফিসপাড়া এলাকায় পাহাড় ধসে রবিউল হোসেন নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার ১৯ জুন রাতে পাহাড়ের কিনারায় মাটিচাপা অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করে স্থানিয়রা। এ-সময় কান্নায় ভেঙে পড়তে দেখা যায় নিহত শিশুর পরিবারকে। নিহত রবিউল হোসেন স্থানীয় নজির হোসাইনের ছেলে রবিউল হোসেন।


স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকলে পাহাড়ের কিনারায় খেলতে যায় রবিউল, পরে খেলারত অবস্থায় পাহাড় ধসে মারা যায় শিশুটি। নিহত শিশুর পরিবার জানায়- বিকেল থেকে রবিউকে অনেক খুঁজাখুঁজির পর এক ভদ্রলোকের মাধ্যমে খবর পাই তুলাশিরা উত্তর পাশে পাহাড়ের কিনারায় খেলারত ছিল রবিউল পরে সেখানে গেলে অপর এক শিশু জানায় রবিউলের ওপর পাহাড় ধসে পড়তে।

এদিকে শিশুহারা বিধ্বস্ত পরিবারটির খোঁজ নেওয়া হচ্ছে বলে জানান মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন।