মহেশখালী থানা সূত্রে জানা গেছে- ৩০ আগস্ট রাতে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পুলিশ কয়েকটি ইউনিটে বিভক্ত হয়ে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরীর নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
অভিযানে ২০ জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মহেশখালী থানার ওসি প্রনব চৌধুরী জানান- গতকাল সারারাত মহেশখালী থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন গ্রেফতারি ওয়ারেন্ট ছিলো।
ওসি আরও বলেন- মহেশখালীর কুতুবজোমের আলোচিত শিক্ষক মাওলানা জিয়াউর রহমান হত্যাকাণ্ডের মূল আসামিদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত আছে। এ ছাড়াও বিশেষ করে কুতুবজোম ইউনিয়ন নিয়ে পুলিশ এবং অন্যান্য সংস্থা যৌথভাবে ছক বেধে পরিকল্পনা মতে কাজ করে যাচ্ছেন বলে জানান।