নিউজরুম।। মহেশখালীতে শিক্ষক খুনের ঘটনায় ২৮ জনকে আসামি করে মহেশখালী থানায় মামলা হয়েছে। ২৭ আগস্ট (শনিবার) বেলা ২টা ১৫ মিনিটে মামলাটি থানায় রেকর্ড দেখানো হয়। ঘটনায় এ পর্যন্ত পুলিশ ৭ জনকে গ্রেফতার করেছে।
মামলার বিষয় নিশ্চিত করে মহেশখালী থানার অফিসার ইন-চার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান- নিহত মাদ্রাসা শিক্ষক মাওলানা জিয়াউর রহমানের সন্তান তৌহিদুর রহমান বাদি হয়ে মামলাটি করেন। মামলায় অজ্ঞতনামা আসামি দেখানো হয়েছে আরও ৭-৮ জনকে। ঘটনার পর থেকে এই ঘটনায় পুলিশ এ পর্যন্ত গ্রেফতার করেছে ৭জনকে। গ্রেফতারকৃতদের মধ্যে একাধিক নারীও রয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- নুরুল আলম (৫০), মুসলেম উদ্দিন(২৬), তাসমিন আকতার(৪২), ছমিরা আক্তার(২৩), ময়না আক্তার(২৫), মোহাম্মদ আরাফাত(১৯) ও আবু তালেব (৫০)। মামলার পর গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। শনিবার বেলা ২টা ১৫ মিনিটে মহেশখালী থানায় এ হত্যা মামলাটি নিয়মিত মামলা হিসেবে লিপিবদ্ধ করা হয়।
প্রসঙ্গত: বৃহস্পতিবার দুপুরে মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের একটি মাদ্রাসার অফিস কক্ষ থেকে বের করে এনে অফিসের সামনে মাওলানা জিয়াউর রহমানকে কুপিয়ে খুন করে স্থানীয় সন্ত্রাসীরা। এ ঘটনায় ওই শিক্ষকের স্ত্রীও গুরুতর আহত হয়।