Advertisement


মহেশখালীতে দম্পতির কোলজুড়ে একসঙ্গে ৪ নবজাতকেরের জন্ম


ফুয়াদ মোহাম্মদ সবুজ।। মহেশখালীতে ফারুক-কোহিনূর দম্পতির সংসারে একসঙ্গে ৪ সন্তানের জন্ম হয়েছে। গতকাল বেলা সাড়ে ১২টায় চট্টগ্রামের নাসিরাবাদস্থ সাউদার্ন মেডিকেল কলেজ ও হসপিটালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ১ মেয়ে ও ৩ ছেলে নবজাতকের জন্ম দেন কোহিনূর আক্তার। বিষয়টি নিশ্চিত করেন কোহিনূরের আত্মীয় সাংবাদিক তারেক আজিজ।

কোহিনূর আক্তার মহেশখালী উপজেলার পৌরসভাস্থ সিকদার পাড়ার দুবাই প্রবাসী মো. ওমর ফারুকের স্ত্রী। এক সঙ্গে চার সন্তান জন্মের খবর গ্রামে ছড়িয়ে পরলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে রীতিমতো আলোচনার ঝড় উঠে।  সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতকদের ছবি দ্রুত ছড়িয়ে পড়েছে। ছবিতে দেখা যায়, ছোট ছোট বাচ্চা পাশাপাশি বিছানায় শুয়ে আছে। সামাজিক মাধ্যমে সবাই তাদের সুখী ও স্বচ্ছন্দ জীবনের আশায় শুভেচ্ছা জানিয়েছেন।

পারিবারিক সূত্র জানা যায়, ওমর ফদরুকের সাথে সিপাহির পাড়ার কোহিনূর আক্তারের বিয়ে হয় ২০১৫ সালের ২৪ জানুয়ারি। বিয়ের চার বছরের মাথায় ২০১৯ সালের ১৭ আগস্টে তাদের ঘরে প্রথম মেয়ে সন্তানের জন্ম হয়, যার নাম রাখা হয়েছিলো ওয়াহিদা ফারুক (ছালু)।  এরপর তিন বছরের মাথায় ফের একসঙ্গে কোলজুড়ে ৪ সন্তান পান ফারুক-কোহিনূর দম্পতি। আরও জানা যায়, এ রিপোর্ট লিখা অব্দি প্রসব হওয়া ৪ নবজাতকের নাম রাখা হয়নি।

একসঙ্গে ৪ সন্তান পাওয়ায় পিতা ওমর ফারুক এমএনএনকে জানান, আল্লাহ যাকে দেন তাঁকে কোলজুড়ে দেন। এ অনূভুতি ভাষায় প্রকাশ করার নয়৷ আল্লাহ'র দরবারে লাখো কোটি শুকরিয়া। সবাই আমার সন্তানদের জন্য দোয়া করবেন।