রকিয়ত উল্লাহ।। মহেশখালীতে বিয়ে বাড়িতে গেইট (তোরণ) নির্মাণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিল মোহাম্মদ(২৬) নামের এক ডেকোরেশন মিস্ত্রি মৃত্যু হয়েছে।
২০ অক্টোবর (বৃহস্পতিবার) রাত সাড়ে ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। নিহত দিল মোহাম্মদ উপজেলার হোয়ানক ইউনিয়নের বড়ছড়া গ্রামের মোহাম্মদ আলী প্রকাশ ডোনাইয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর বুধবার বিকেল ২টায় উপজেলার হোয়ানক ইউনিয়নের মোহরা কাটা গ্রামে জনৈক ব্যক্তির বিয়ে বাড়ির সাজসজ্জার কাজ করার সময় পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টেজের লাইনের পাশে বিয়ের গেইট(তোরণ) নির্মাণ করতে গিয়ে মিস্ত্রি দিল মোহাম্মদ বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক ভাবে আহত হয়। তাকে শংকটাপন্ন অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।