Advertisement


বঙ্গোপসাগরে ডাকাতি শেষে ভাগবাটোয়ারার সময় ৩ জলদস্যু অস্ত্রসহ আটক


রকিয়ত উল্লাহ।। মহেশখালীর উপকূলে বঙ্গোপসাগরে ডাকাতি করে ফিরে ভাগবাটোয়ারার সময় ৩ জলদস্যুকে অস্ত্রসহ আটক করেছে মহেশখালী থানা পুলিশ।

২ ফেব্রুয়ারী ভোরে মহেশখালীর কুতুবজোমের ল এলাকার মঞ্জুর ডাকাতের ঘর থেকে তাদেরকে আটক করা হয়৷ আটককৃত হলেন-
কুতুবজোমের তাজিয়াকাটার জাফর আলমের পূত্র
মোঃ কাইছার (১৯),আব্দুল মালেকের পূত্র সোনা মিয়া ও ঘটিভাঙ্গার মকবুল মিয়ার পূত্র
তারেক (২৬)। তাদের থেকে ২টি দেশীয় তৈরী একনলা বন্ধুক,১টি দেশীয় তৈরী এল জি,২টি কিরিস, ১ টি দা,১০টি মোবাইল, ২টি হাতঘড়ি,ও ফিশিং বোডের ইঞ্জিনের সেলফ
উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি তদন্ত আব্দুর রাজ্জাক।  তিনি আরও জানান, গত ২৯ জানুয়ারী কক্সবাজারে একটি বোট সাগরে জলদস্যুর কবলে পড়েছে মর্মে ১ ফেব্রুয়ারী জিড়ি করল তার অনুসন্ধান করতে গিয়ে গোপন সংবাদের ভিত্তিতে কুতুবজোমের ঘটিভাঙ্গার মঞ্জুর ডাকাতের বাড়ি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
বোটে থাকা  ১৬ জন ভিকটিমকে উদ্ধার  করা হয়েছে। এ সংক্রান্তে মহেশখালী থানায় অস্ত্র মামলা ও কক্সবাজার সদর থানায় ডাকাতী মামলা রুজু প্রক্রিয়াধীন বলে জানান।