Advertisement


মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পে কাঠের স্তুপে আগুন; এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি


রকিয়ত উল্লাহ।। মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভিতরে কাঠের স্তুপে আগুন লেগেছে। আজ ৮ জুলাই শনিবার বেলা ১২ টার দিকে কয়লাবিদ্যুৎ প্রকল্পের ভিতরে গার্ডিয়ান কোম্পানির রাখা কাঠের স্তুপে আগুন লাগে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে কয়লাবিদ্যুৎ সিকিউরিটি টিম ও ফায়ারসার্ভিস কাজ করছে বলে জানা গেছে। রিপোর্ট লেখা সময়( ১.১৫ মিনিট) পর্যন্ত আগুন নিয়ন্ত্রণ আনতে পারেনি। বিষয়টি নিশ্চিত করেন মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের সিকিউরিটি অফিসার আলফাজ উদ্দিন। তিনি আরও জানান- কিছু অব্যবহার যোগ্য কাঠে আগুন ধরেছে।আগুন নিয়ন্ত্রণে আনতে প্রকল্পের সিকিউরিটি ও ফায়ারসার্ভিসের লোকজন কাজ করছে বলে জানান।