রকিয়ত উল্লাহ।। মহেশখালীর শাপলাপুরের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও বহু মামলার পালাতক আসামি শাহাব উদ্দিনকে অস্ত্রসহ গ্রেফতার করেছে মহেশখালী থানা পুলিশ।
১৩ আগস্ট (শনিবার) দিবাগত রাত সাড়ে ১২ টায় শাপলাপুরের মনিপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার থেকে ১টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজ উদ্দিন।
তিনি জানান- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসী শাহাব উদ্দিনলে ১টি অস্ত্রসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মহেশখালী থানায় ২ টি অস্ত্র মামলাসহ ১০টি মামলা রয়েছে।
প্রসঙ্গতঃ অস্ত্রধারী সন্ত্রাসী শাহাব উদ্দিন মহেশখালীর শাপলাপুরের মনিপুর গ্রামের মৃত বশির আহমদ প্রকাশ গাঁজা বশিরের পূত্র। তার গ্রেফতারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে সাধারণ মানুষের কাছে স্বস্তি ফিরে আসে বলে জানা যায়।