Advertisement


ওসি তদন্তের নেতৃত্বে অভিযান: মহেশখালীতে দু'নলা বন্দুকসহ হেলাল গ্রেফতার


রকিয়ত উল্লাহ।। মহেশখালী উপজেলার কুতুবজোমে একটি চিংড়ি ঘেরে গভীর রাতে অভিযান চালিয়ে দুনলা বন্দুকসহ হেলাল উদ্দিন (৫০) নামের এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কুতুবজোমের নয়াপাড়ার মোঃ ফোরকারেন পূত্র।

২৬ আগস্ট রাত ৩ টায় উপজেলার কুতুবজোমের নয়াপাড়ার খতিরদিয়ায় হেলাল ঘোনার( চিংড়ি ঘেরের) টংঘর থেকে তাকে আটক করা হয়। এসময় তার থেকে কাঠের বাটযুক্ত একটি দু'নলা বন্দুক( ডিবিবিএল) উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মহেশখালী থানার ওসি (তদন্ত) তাজা উদ্দিন।  তিনি আরও জানান- গোপন সংবাদের ভিত্তিতে একটি মাছের ঘেরে অস্ত্রসহ সন্ত্রাসীরা অবস্থান করছে জানতে পারলে রাতে অভিযান চালিয়ে হেলাল উদ্দিনকে দু'নলা বন্দুক( ডিবিবিএল) সহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হচ্ছে এবং তার বিরুদ্ধে পূর্বে মাদক আইনে মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।