Advertisement


কুতুবজোমে প্যারাবন থেকে জেলের লাশ উদ্ধার


বিশেষ সংবাদদাতা।। মহেশখালীতে প্যারাবন থেকে এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে, শুক্রবার দুপুরে কুতুবজোম ইউনিয়নের ঘটিভাঙ্গার কাছে প্যারাবন এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে পারিবারিক ভাবে তার দফন সম্পন্ন হয়।

ওই জেলের নাম নুর ইসলাম, তিনি কুতুবজোমের ঘটিভাঙ্গা এলাকার মৃত আব্দুর রহিম লালুর পুত্র।

জানা গেছে- নুর ইসলাম বড়শী ও জাল দিয়ে ঘটিভাঙ্গা ও সোনাদিয়ার আশপাশের নদী ও খাল এলাকায় মাছ ধরতো। শুক্রবার রাতে তিনি স্থানীয় অপর এক ব্যক্তির সাথে মাছ ধরতে যান, পরে তার সাথে যাওয়া ওই সঙ্গী বাড়িতে ফিরে আসলেও নুর ইসলাম আর ফিরেনি। এ অবস্থায় লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করলে ঘটিভাঙ্গার কাছে প্যারাবনের পাশে তার মরদেহ পড়ে থাকতে দেখতে পায়। পরে শুক্রবার বেলা ১১টার দিকে স্থানীয়রা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

মহেশখালী থানার ওসি সুকান্ত চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি বলেন- জেলে নুর ইসলাম অসুস্থ ছিলেন, মাছ ধরতে গিয়ে অসুস্থ হয়ে তার মৃত্যু হয়। এ নিয়ে নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং তাদের লিখিত আবেদনের প্রেক্ষিতে পরিবার লাশের দাফন সম্পন্ন করেন।