রকিয়ত উল্লাহ।। ঘূর্ণিঝড় হামুনে লন্ডভন্ড মহেশখালীর মানুষকে খোঁজ নিতে দুর্যোগ ও ত্রাণমন্ত্রীকে নির্দশে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৬ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ৩টায় উপজেলার কুতুবজোম ইউনিয়ন পরিষদ চত্বরে মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে ঘূর্ণিঝড় হামুনে এ-ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুল রহমান। তিনি আরও বলনে-মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহেশখালী-কুতুবদিয়ার মানুষকে এতই ভালবাসেন যে- ক্ষতিগ্রস্ত এলাকায় গিয়ে খোঁজ খবর নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে অবগত করতে বলেন।
মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরানের সভাপতিত্বে ঘূর্ণিঝড় হামুনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মহেশখালী-কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা, দুর্যোগ ব্যবস্থাপন ও ত্রাণ সচিব কামরুল হাসান, কক্সবাজার জেলা প্রশাসক শাহীন ইমরান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক মেয়র মুজিবুর রহমান, মহেশখালী পৌরসভার মেয়র মকসুদ মিয়া,মহেশখালী উপজেলা চেয়ারম্যান শরীফ বাদশা,মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মীকি মারমাসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও রাজনৈতিক ব্যক্তিবর্গরা।