Advertisement


কালারমার ছড়ায় খেলতে গিয়ে টমটম খাদে পড়ে প্রাণ গেল শিশু মিমরাজের; আহত আরও ৩ শিশু


রকিয়ত উল্লাহ।। মহেশখালীর কালারমার ছড়ার সোনারপাড়ায় দাঁড়িয়ে থাকা টমটমে উঠে খেলতে গিয়ে খাদে পড়ে মিমরাজ(৬) এক শিশুর মৃত্যু হয়েছে। এঘটনায় রায়হান(৬),,ওয়কিয়া(৭) ও মুনতাহা (৬) নামে আরও ৩ শিশু মারাত্মক ভাবে আহত হয়েছে। আহতদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

১৮ নভেম্বর শনিবার দুপুর ২টায় কালারমার ছড়ার সোনারপাড়ার এসপিএম প্রকল্পের সামনে এঘটনা ঘটে। নিহত শিশু সোনার পাড়ার তাজুম উদ্দিনের পূত্র। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য মোঃ আলী।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়- কালারমার ছড়ার সোনারপাড়ার এসপিএম প্রকল্পের সামনে চিকনিপাড়ার লকিয়গ উল্লাহর টমটম গাড়ীটি রেখে দুপুরে ভাত খেতে যায়। এরই মধ্যে ছোট ছোট শিশুরা টমটমে উঠে খেলতে উঠে। এতেই এক পর্যায়ে গাড়িটি সামনের দিকে গেলে খাদে পড়ে উল্টে যায়। এতেই ঘটনাস্থলে মিমরাজের মৃত্যু হয়।