মেলায় পান্তা-ইলিশ, হোমমেইড পণ্য, হস্তশিল্পসহ নানা স্টলে ভিড় ছিল দর্শনার্থীদের। তবে উৎসবের এই আনন্দমুখর পরিবেশের মাঝেও দু’টি স্টলের বিক্রেতাদের মুখে ছিল হতাশার ছাপ—সারাদিনেও বিক্রি হয়নি একটি পণ্যও।
এই খবর পৌঁছায় অস্ট্রেলিয়া প্রবাসী, মানবিক ব্যক্তি ফয়সাল আমিনের কানে। মেলার প্রাণ ফিরে আনতে এবং হতাশ বিক্রেতাদের মুখে হাসি ফোটাতে তিনি নিজ উদ্যোগে সেই দুই স্টলের সব পণ্য কিনে নেন। শুধু তাই নয়, কিনে নেওয়া পণ্যগুলো তিনি উপহার হিসেবে বিতরণের নির্দেশ দেন মেলায় আগত দর্শনার্থীদের মধ্যে।
ফয়সালের এমন মহানুভবতায় একদিকে যেমন স্বস্তি ফিরে পান বিক্রেতারা, অন্যদিকে তার এই উদারতা মেলাকে আরও মানবিক ও হৃদয়স্পর্শী করে তোলে।
এক বিক্রেতা, রাজিয়া বেগম বলেন, “আমি নিজের হাতে তৈরি কিছু জুয়েলারি ও ব্যাগ নিয়ে এসেছিলাম মেলায়। সকাল থেকে কিছুই বিক্রি হয়নি। কয়েকজনের মাধ্যমে বিষয়টি ফয়সাল ভাই জানতে পারেন এবং সঙ্গে সঙ্গেই সব পণ্যের ন্যায্য মূল্য দিয়ে দেন। তার এমন উপহার পেয়ে আমি সত্যিই আনন্দিত, এখন খুশি মনে বাড়ি ফিরব।”
ফয়সাল আমিনের এই মানবিকতা প্রমাণ করে, উৎসব মানেই কেবল বিনোদন নয়—এটি হতে পারে মানবিক সহানুভূতির এক অনন্য উপলক্ষ।