দৈনিক কক্সবাজার সংবাদ- এর ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: অতি. ডিআইজি আপেল মাহমুদের হাত থেকে ক্রেস্ট নিলেন চার প্রতিনিধি।
বাবলু দে ॥ কক্সবাজার থেকে বহুল প্রচারিত ও প্রকাশিত দৈনিক কক্সবাজার কক্সবাজার পত্রিকার ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গতকাল মঙ্গলবার (১ জুলাই) পত্রিকার নিজস্ব কার্যালয়ে উক্ত প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হয়েছে। এ উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ। দৈনিক কক্সবাজার সংবাদের সম্পাদক এম আমান উল্লাহ’র সভাপতিত্বে বার্তা প্রধান আমিনুল হক আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঢাকার অপরাধ অনুসন্ধান পত্রিকার সম্পাদক রফিকুল ইসলাম কাজল,এতে উপস্থিত ছিলেন, সাংবাদিক ও জেলা এবি পার্টির সভাপতি শামসুল হক শারেক, মহেশখালী প্রেস ক্লাবের সাবেক সভাপতি, মহেশখালীর সব খবরের সম্পাদক- কবি ও সাংবাদিক মাহবুব রোকন,দৈনিক কক্সবাজার সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক মঈনুল হোছাইন, সমন্বয়ক আসীফ বাপ্পী, শাহাবুদ্দিন,এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাবিব সোহেল,নাগরিক টিভির জেলা প্রতিনিধি সাইফুল ইসলাম, কক্সবাজার কন্ঠস্বরের সম্পাদক ও বাংলাদেশ বুলেটিনের সাংবাদিক রাশেদুল ইসলাম,কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সা. সম্পাদক হোবাইব সজিব,মহেশখালী উপজেলা এনজিও সমন্বয়কারী আজিজ সিকদার,এডভোকেট সচিব কর্মকার তীলক, রানা প্রতাপ দে,শামীম গেস্ট হাউজের পরিচালক গফুর খান, কক্সবাজর সংবাদের রিপোর্টারবৃন্দ সহ জেলার সাংবাদিকবৃন্দ ও শুভাকাঙ্খীরা।
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান সূচনা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ, তিনি বলেন বহুল প্রচারিত, জননন্দিত ও পাঠকপ্রিয় দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকাটি ৪র্থ বর্ষে পদার্পণ করেছে জেনে আমি অত্যন্ত আনন্দিত। প্রতিষ্ঠা বার্ষিকীর এই শুভক্ষণে দৈনিক কক্সবাজর সংবাদ পরিবারের সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পর্যটন শিল্পের বিকাশ তথা সামাজিক এবং অর্থনৈতিক অগ্রযাত্রায় গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি বিশ্বাস করি এই পত্রিকা কক্সবাজারের রুট লেভেলে পৌছাঁতে সক্ষম হয়েছে। পর্যটন কেন্দ্রিক বিভিন্ন দালাল ও সিন্ডিকেটের চিত্র তুলে ধরে তিনি বলেন, পর্যটকরা গাড়ি থেকে নামা মাত্রই দালাল ও ছিনতাইকারীর খপ্পরে পড়তে হয়, হোটেল রেস্তোরায়ও এক প্রকার হয়রানির শিকার হতে হয়, বিচে গেলেও কথিত বিচ বয় নামধারী কিশোর গ্যাং সিন্ডিকেটের কবলে পড়তে হয়, আমি কক্সবাজারের মাটির সাথে মিশে কাজ করেছি। রন্ধ্রে রন্ধ্রে আমি মিশেছি। বিচ বয় নামধারী কিশোর গ্যাং ও ভিক্ষাবৃত্তিতে জড়িত ট্রান্সজেন্ডারদের বিচ থেকে বিতাড়নে সক্ষম হয়েছি। পর্যটকদের টার্গেট করে নারীদের ব্যবহার করে জিন্মি, ছিনতাই, মাদক কারবার এবং অসামাজিক কার্যকলাপসহ নানা অপরাধে জড়িত থাকার অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। ব্যাঙ্গের ছাতার মতো অবৈধ স্পা গড়ে তুলেছে,এসবের পেছনে একটা বড় সিন্ডিকেট রয়েছে। অনেকে পর্যটক সেজে স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেল ভাড়া নেয়,পরে তারা অপরাধ জগতে পা রাখে। পর্যটকদের সাথে ব্লাকমেইল করা শুরু করে। এসব অপরাধীদের ত্রাস এখন কক্সবাজার রিজিয়নের টুরিস্ট পুলিশ। পর্যটনের উন্নয়নে সবার পজিটিভ মানসিকতা লালন করা উচিত। পর্যটনের ক্ষতি মানে সবার ক্ষতি। পর্যটন এলাকায় কেউ অপরাধ করে পার পাবে না। কক্সবাজার পর্যটনে শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা আমরা গড়ে তুলার কারণে কক্সবাজারে পর্যটক বেড়েছে। যেকোনে চ্যালেঞ্চ মোকাবেলা করার ক্ষমতা কক্সবাজার টুরিস্ট পুলিশ রাখে। দৈনিক কক্সবাজার সংবাদও এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। অর্ন্তবর্তী সরকারের দূরদর্শী, দৃঢ়চেতা ও বলিষ্ঠ নেতৃত্বে পর্যটন নগরী কক্সবাজার এগিয়ে যাচ্ছে। পত্রিকাটি আগামী প্রজন্মের কাছেও সঠিক তথ্য তুলে ধরবে-এমন প্রত্যাশা করছি। আমি বিশ্বাস করি, দৈনিক কক্সবাজার কক্সবাজার অতীতের মতো আগামীতেও নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সচেষ্ট থাকবে। আমি দৈনিক কক্সবাজার সংবাদ পত্রিকার সফলতা কামনা করি এবং পত্রিকাটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাই।
সভাপতির বক্তব্যে দৈনিক কক্সবাজার সংবাদের সম্পাদক এম আমান উল্লাহ উপস্থিত সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
পরবর্তীতে ডিজিটাল বিভাগসহ চার প্রতিনিধিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এতে স্টাফ রিপোর্টার আনোয়ার হোছন,ঈদগাঁও প্রতিনিধি মোঃ কাউছার উদ্দীন শরীফ, রামু প্রতিনিধি কায়েদ আলম কায়ছার, ডিজিটালের নিউজরুম এডিটর বাবলু দে।
প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।