Advertisement


মহেশখালীতে দুইটি অবৈধ বন্দুকসহ সিএনজিচালিত টেক্সি জব্দ


বিশেষ সংবাদদাতা।। কক্সবাজারের মহেশখালী থেকে অন্যত্র পাচারের সময় দুইটি দেশীয় তৈরি অবৈধ আগ্নেয়াস্ত্রসহ একটি সিএনজিচালিত টেক্সি জব্দ করেছে মহেশখালী থানা পুলিশ। সোমবার রাতে উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের আঁধারঘোনা এলাকা থেকে গাড়িটি জব্দ করা হয়। তবে গাড়ির চালক কিংবা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

সূত্রে জানা গেছে, গভীর রাতে মহেশখালী থানার পরিদর্শক (তদন্ত) প্রতুল কুমার শীলের নেতৃত্বে পুলিশের একটি ভ্রাম্যমাণ দল মহেশখালীর প্রধান সড়কের কালারমার ছড়া অংশে টহলে ছিল। এ সময় পুলিশের পিকআপ ভ্যান দেখে একটি সিএনজিচালিত টেক্সি হঠাৎ থেমে যায় এবং চালক গাড়ি থেকে নেমে অন্ধকারে পালিয়ে যায়।

চালকের আচরণে সন্দেহ হলে পুলিশ গাড়িটি তল্লাশি করে। এ সময় গাড়ির আসনের নিচে কাপড়ে মোড়ানো অবস্থায় ভাটসহ দুইটি দেশীয় তৈরি লম্বা বন্দুক উদ্ধার করে পুলিশ। পরে অস্ত্রসহ গাড়িটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।

এ ঘটনায় রাতেই আশপাশের এলাকায় তল্লাশি চালালেও গাড়ির চালক বা অস্ত্র পাচারের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ব্যক্তি ও অন্যান্য গাড়ির চালকগণ- এ গাড়িটি মহেশখালীর নয়, কক্সবাজারের বা কক্সবাজার থেকে আসা বলে মন্তব্য করেন।

শেষরাতে রিপোর্ট লেখার সময় পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রেকর্ড করবে এবং জব্দকৃত গাড়ির মালিকানা ও তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করবে।

উল্লেখ্য, সম্প্রতি মহেশখালী থেকে পাচারের সময় চকরিয়ার বদরখালী ও চট্টগ্রামের বাঁশখালী থেকে আইনশৃঙ্খলা বাহিনী পৃথক দুটি বন্দুক চালান জব্দ করেছিল।