প্রজ্ঞাপন অনুযায়ী নিয়োগপ্রাপ্ত সদস্যরা হলেন- প্রফেসর ডা. মায়েনু, বার্মিজ স্কুল রোড, কক্সবাজার, সাংবাদিক রকিয়ত উল্লাহ, উত্তর নলবিলা, কালারমার ছড়া ইউনিয়ন, মহেশখালী, কক্সবাজার ও মো. সরওয়ার আলম, হোটেল আলহেরা, ঝাউতলা, কক্সবাজার।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৬ এর ধারা ৫(১)(ঢ) ও ৫(৫) উপধারা অনুযায়ী এ নিয়োগ দেওয়া হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর ২০২৫ থেকে ২১ সেপ্টেম্বর ২০২৮ সাল পর্যন্ত তারা তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে আরও বলা হয়- এই আদেশ জনস্বার্থে জারি করা হলো এবং তা অবিলম্বে কার্যকর হবে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নতুন কমিটির সদস্যরা মাস্টার প্ল্যান প্রণয়ন ও বাস্তবায়ন, পর্যটন উন্নয়ন, ভূমি ব্যবহার পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, বাজেট ব্যবস্থাপনা এবং অবৈধ দখল ও নির্মাণ প্রতিরোধসহ নানা উন্নয়নমূলক কাজে যুক্ত থাকবেন। পাশাপাশি স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সাধন এবং জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়াও তাদের অন্যতম দায়িত্ব হবে।
এ নিয়োগের মাধ্যমে কউকের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের কর্মকর্তারা। তাদের মতে, উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নগর গঠনে নতুন সদস্যরা ইতিবাচক ভূমিকা রাখবেন।