মহেশখালী পল্লী বিদ্যুৎ অফিস জানায়, ২২ সেপ্টেম্বর দুপুরে মাতারবাড়িতে আগুন লাগার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে। এ ঘটনায় পেকুয়া, চকরিয়া, মহেশখালী ও নৌবাহিনী লাইনসহ মোট চারটি ৩৩ কেভি ফিডার বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ সরবরাহ পুনঃস্থাপনের জন্য জরুরি ভিত্তিতে নতুন দুটি কাঠের খুঁটি স্থাপন, এইচ-পোল, ফিটিংস ও জাম্পার সংযোগের কাজ চলছে। ঠিকাদার কর্তৃপক্ষের দুইটি টিম মাঠে নেমে কাজ শুরু করেছে।
মহেশখালী ডিজিএম নাজমুল হাসান জানান, পোড়া খুঁটি পরিবর্তনের কাজ করা হচ্ছে। কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হতে পারে।
উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষ সাধারণ মানুষকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে।
মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্যাহ্ বিষয়টি নিশ্চিত করে বলেছে- দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করতে একাধিক টিম কাজ করছে।