মাহবুব রোকন।। সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস হঠাৎ কক্সবাজারের মহেশখালী দ্বীপ সফর করেছেন। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কে. এম. আতিকুল ইসলাম ও মোহাম্মদ হাবিবুর রহমান ভূঁইয়া নামে আরও দুজন।
জানা গেছে, ঢাকা থেকে তিনজন কক্সবাজারে পৌঁছে বিমানবন্দর থেকে শহরের নুনিয়ারছড়াস্থ বিআইডব্লিউটিএ ঘাটে যান। সেখান থেকে স্পিডবোটে মহেশখালীতে আসেন। মহেশখালী আসার পর হোপ ফাউন্ডেশন ও শক্তি ফাউন্ডেশনের কর্মকর্তারা প্রতিনিধি দলে যুক্ত হন। পরে মহেশখালী জেটিঘাট থেকে প্রতিনিধি দলটি উপজেলার কুতুবজোম ইউনিয়নের নয়াপাড়ায় যায়। এ সময় হোপ ফাউন্ডেশনের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর তাঁকে অভ্যর্থনা জানান।
মহেশখালী থানার ওসি মো. মঞ্জুরুল হক জানান, নয়াপাড়ায় হোপ ফাউন্ডেশন ও এক্সিলারেট এনার্জি কর্তৃক নির্মিত এক্সিলারেট হোপ হাসপাতাল পরিদর্শন করেন পিটার ডি. হাস এবং হাসপাতাল সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। পরে তিনি একটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করেন ও নিজ হাতে গাছের চারা রোপণ করেন।
পরে প্রতিনিধি দলটি উপজেলার বড় মহেশখালী নতুন বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে শক্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ফ্রি চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন। এ সময় শক্তি ফাউন্ডেশনের হেড অব ফিল্ড অপারেশন মোহাম্মদ কামরুজ্জামান প্রতিনিধি দলকে স্বাগত জানান। পিটার ডি. হাস সেখানে শক্তি ফাউন্ডেশনের কার্যক্রম ও চিকিৎসা ক্যাম্পের খোঁজখবর নেন।
এরপর প্রতিনিধি দলটি মহেশখালীর আদিনাথ মন্দির এলাকা পরিদর্শন করে। দুপুর আড়াইটার দিকে মহেশখালী আদিনাথ জেটিঘাট থেকে নদীপথে মহেশখালী ত্যাগ করেন। একই দিন প্রতিনিধি দলটির ঢাকায় ফেরার কথা রয়েছে বলে সূত্রে জানা গেছে।
পরিদর্শনের সময় মহেশখালী থানার একটি পুলিশ দল নিরাপত্তায় নিয়োজিত ছিল।
এর আগে মঙ্গলবার রাতে শক্তি ফাউন্ডেশনের ঢাকা অফিসের কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান প্রতিবেদককে জানিয়েছিলেন- সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস মূলত তাঁর কোম্পানির বা ব্যক্তিগত কার্যক্রমের অংশ হিসেবে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র এলাকা পরিদর্শনে আসবেন। এর পাশাপাশি সম্ভব হলে তিনি চিকিৎসা ক্যাম্পও পরিদর্শন করবেন। তবে তিনি মাতারবাড়ি সফর না করেই মহেশখালী ত্যাগ করেন।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হেদায়েত উল্যাহ্ জানান, প্রাতিষ্ঠানিকভাবে এ সফরের বিষয়ে তিনি অবগত নন।
জানা গেছে, সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি. হাস বর্তমানে যুক্তরাষ্ট্রভিত্তিক তরল প্রাকৃতিক গ্যাস কোম্পানি এক্সিলারেট এনার্জি’র স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কর্মরত। এ কোম্পানিটি মহেশখালীতে উন্নয়ন কার্যক্রমের সঙ্গেও যুক্ত।
এদিকে তাঁর মহেশখালী সফরকে ঘিরে এক ধরনের গোপনীয়তা রক্ষা করা হয়। বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। উল্লেখ্য, মি. হস ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত থাকাকালে ২০২৩ সালের ১৫ নভেম্বর এক বক্তব্যে কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি ফরিদুল আলম পিটার ডি. হাসকে হত্যার হুমকি দিয়েছিলেন। সে সময় তাঁর ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সারাদেশে তোলপাড় সৃষ্টি হয়। পরে ওই আওয়ামী লীগ নেতা প্রকাশ্যে ক্ষমাও চান।