কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরাম থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, দপ্তর সম্পাদক রকিয়ত উল্লাহ একজন পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিক। তিনি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে কাজ করছেন এবং সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে অঙ্গীকারবদ্ধ। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার সম্পৃক্ততা নেই।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু কুচক্রী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে রকিয়ত উল্লাহকে নিয়ে মিথ্যা ট্রল ও অপপ্রচার চালাচ্ছে। পেশাগত দায়িত্ব পালনের সময় তোলা ছবি কিংবা সংবাদপত্র হাউসের পক্ষ থেকে দেওয়া ক্রেস্ট গ্রহণের ঘটনাকে বিকৃতভাবে উপস্থাপন করে তাকে রাজনৈতিক কর্মী হিসেবে প্রচার করা হচ্ছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।
ফোরামের পক্ষ থেকে আরও জানানো হয়, সম্প্রতি তিনি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের বোর্ড সদস্য মনোনীত হওয়ায় একটি সংঘবদ্ধ চক্র ইচ্ছাকৃতভাবে তার বিরুদ্ধে এসব অপপ্রচার শুরু করেছে। তবে ইতোমধ্যে অনেকেই বিভ্রান্তিকর পোস্ট সরিয়ে নিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তিতে সবাইকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়ে বলা হয়, রকিয়ত উল্লাহ কখনোই ছাত্রলীগ, যুবলীগ বা অন্য কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন না। তিনি একজন পেশাদার সংবাদকর্মী ও মানবাধিকারকর্মী হিসেবেই কাজ করে যাচ্ছেন।
এই বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন কক্সবাজার উপকূলীয় সাংবাদিক ফোরামের সভাপতি স.ম ইকবাল বাহার চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ হোবাইব সজিব।