মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল আনুমানিক ১০টার দিকে ধলঘাটা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সিকদারপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত বসতঘরগুলোর মালিক হলেন সিকদারপাড়া এলাকার বদন ফকিরের দুই ছেলে আজিজুল হক ও এনামুল হক। অপর দুইজন হলেন মোজাম্মেল ও আমির হোসাইন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে একটি বসতঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউ দাউ করে জ্বলে উঠে পাশের আরও তিনটি ঘরে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে পাশের পুকুর থেকে পানি এনে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে চারটি ঘরই সম্পূর্ণভাবে পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, আগুনে তাদের ঘরে থাকা প্রায় এক লাখ টাকা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে গেছে। এতে তারা চরম মানবেতর অবস্থায় পড়েছেন এবং খোলা আকাশের নিচে দিন কাটাতে বাধ্য হচ্ছেন।
এ বিষয়ে ধলঘাটা ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আছান উল্লাহ বলেন, এই অগ্নিকাণ্ডে অসহায় মানুষগুলোর স্বপ্ন পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন আমাদের সবার নৈতিক দায়িত্ব। ইউনিয়ন পরিষদ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। তিনি সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোর প্রতি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
