Advertisement


কুতুবজুমে জঙ্গিবাদ বিরুধী সভায় ইএনও কালাম


ইসলাম কখনো মানুষ হত্যাকে সমর্থন করে না। সন্ত্রাস ও নৈরাজ্য কারীরা দেশের দুশমন

এম.বশির উল্লাহ।।

মহেশখালী উপজেলা কুতুবজোম ইউনিয়নের জামেউ সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসায় জঙ্গি ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম বলেছেন ইসলাম কখনো মানুষ হত্যাকে সমর্থন করে না। সন্ত্রাস ও নৈরাজ্য কারীরা দেশ ও জাতীর শত্রু। এদের সমাজে প্রতিটি স্থর থেকে প্রতিহত করতে হবে। কুতুবজুম জামেউ সুন্নাহ দারুল উলুম দাখিল মাদ্রাসায় ৭ সেপ্টেম্বর বুধবার সকাল ১০টায় মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি ও কুতুবজুম ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন খোকন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল কালাম, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী পৌরসভার প্রথম পৌর প্রশাসক সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম. আজিজুর রহমান বি.এ, মহেশখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ফজলুল করিম ও মহেশখালী থানার ওসি তদন্ত নাজমুল হক কামাল, এতে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ছালেহ আহামদ, উপজেলা শ্রমীক লীগের সভাপতি মোঃ জকরিয়া, বড় মহেশখালী ইউনিয়ন সন্ত্রাস জঙ্গীবাদ প্রতিরোধ কমিটির সেক্রেটারী আজিজুল হক, কুতুবজুম ইউনিয়নের সাবেক সেক্রেটারী হাবিব উল্লাহ হাবিব, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবির আহামদ মেম্বার প্রমুখ। সভায় মাদ্রাসার পরিচালনা কমিটির সদস্য, অভিভাবক, শিক্ষক,শিক্ষিকা, কর্মচারী,ছাত্র-ছাত্রী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। মাদ্রাসার সুপার মাওলানা মোঃ কবির আহামদ দেশ জাতীর সম্মৃদ্ধি, কল্যাণ কামনা করেন পরিশেষে সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন খোকন সমাপনী বক্তব্যের দেন।