Advertisement


কাউন্সিলর প্রার্থী মিসকাত সিকদারের জিডি

কক্সবাজারের ক্রাইম জোন খ্যাত মহেশখালি পৌরসভার ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তরুন সমাজ সেবক শহীদ গিয়াস উদ্দিনের সু-যোগ্য সন্তান মিসকাত সিকদার তাঁর ও পরিবারের জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার রাতে মহেশখালি থানায় একটি সাধারণ ডাইরি লিপিবদ্ধ করেছে। যার জিডি নং ৫৮৪। মিসকাত সিকদার তাঁর জিডিতে উল্লেখ করেন, আগামী ২০ মার্চ অনুষ্ঠিতব্য মহেশখালী পৌরসভা নির্বাচনে ৮নং ওয়ার্ড হতে ‘পাঞ্জাবি মার্কায়’ কাউন্সিলর পদপ্রার্থী। এই তরুণ বয়সে নিজেকে সমাজ সেবার মতো মহৎ কাজে উজাড় করে দেয়ার জন্য এলাকার প্রায় সর্বস্তরের লোকজনের মতামতের ভিত্তিতে নির্বাচনে প্রার্থী হয়েছি। প্রতীক বরাদ্দ পাওয়ার পর থেকে নির্বাচনী আচরণবিধি অনুসারে প্রচার-প্রচারণা চালিয়ে আসছি। কিন্তু প্রতিপক্ষ প্রার্থী ও তার ভাড়াটে সন্ত্রাসিরা আমার প্রতি জনগণের ভালবাসায় ঈর্ষান্বিত হয়ে কর্মী সমর্থকদের নানা ধরণের ভয়-ভীতি প্রদর্শন, ১২ ও ১৩ মার্চ নির্বাচনী পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলে এবং প্রচারণায় নানা ভাবে বাঁধা প্রদান করছে। এই অনাকাংখিত ঘটনায় আমার পুরো পরিবারসহ সমর্থকগণ আতংকগ্রস্ত হয়ে দিনাতিপাত করছি। মহেশখালি থানার ওসি/তদন্ত দিদারুল ফেরদৌস কাউন্সিলর প্রার্থী মিসকাত সিকদার জিডি করার সত্যতা নিশ্চিত করেন।