Advertisement


মহেশখালীতে ড.আনসারুল করিমের ২য় দিনের প্রচারণায় ব্যপক সাড়া



প্রেস বিজ্ঞপ্তি।। ড. আনসারুল করিমের পক্ষে মহেশখালীতে আজ দ্বিতীয় দিনের মত প্রচারণা ব্যতিক্রমি প্রচারণা শেষ করলো প্রিয় মুজিব সাথিরা। ব্যতিক্রমধর্মী এ প্রচারণায় ইতোমধ্যে ব্যপক সাড়া পড়েছে। অনেকেই বলতে দেখাগেছে -এ যেন জ্ঞানি মানুষের জ্ঞানভিত্তিক কাজ।

নবম জাতীয় সংসদের নৌকার প্রার্থী এবং একাদশ সংসদের নৌকা প্রত্যাশী আন্তর্জাতিক পরিবেশ বিজ্ঞানী আলহাজ্ব প্রফেসর ড.আনসারুল করিমের উদ্যোগে জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের বার্তা কক্সবাজার ২ মহেশখালী-কুতুবদিয়ার গ্রামে গ্রামে সাধারণ ভোটারের মাঝে পৌছায় দেওয়ার অংশ হিসেবে আজকে ছোট মহেশখালী ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে এ প্রচারপত্র বিলি করা হয়।

এ সময় তার কর্মী সমর্থকরা বলেন আগামীতে নৌকা মার্কায় ভোট দিয়ে চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখুন।

অনেকেই তাদের প্রিয় নেতা প্রফেসর ড. আনসারুল করিমকে ধন্যবাদ জানান জাতিরজনক কন্যা জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের এই বার্তা সাধারণ মানুষের কাছে সুন্দর ভাবে উপস্থাপন করার উদ্যোগ গ্রহন করার জন্য।

ছোট মহেশখালী উনিয়নের মোট ভোট কেন্দ্র ৬টি এবং ৯ টি ওয়ার্ডেরর মধ্যে ৬টি টিমে বিভক্তি হয়ে সমগ্র ইউনিয়নে সর্ব সাধারণের কাছে এই বার্তা পৌঁছিয়ে দেওয়া হয়।

এ টিমের নেতৃত্বে ছিলের -১-২ নং ওয়ার্ডের পৌর যুবলীগ নেতা শাহীন আরাফাত, ৩-৪ ওয়ার্ডের টিমে জেলা ছাত্রলীগের উপ-আপ্যায়ন সম্পাদক ও পৌর ছাত্রলীগের আহবায়ক মিফতাহুল করিম বাবু, ৫ নং ওয়ার্ডে যুবলীগ নেতা আতহার আজিজ, ৬ নং ওয়ার্ডে যুবলীগ নেতা হারুন, ৭ নং ওয়ার্ডে পৌর ছাত্রলীগ নেতা সেকাপ উদ্দিন মাসুম,
৮-৯ নং ওয়ার্ডে পৌর যুবলীগ নেতা অসীম দের নেতৃত্বে ছোট মহেশখালী ইউনিয়নের সর্বস্ত্র এ প্রচারপত্র বিতরণ করা হয়।

বিভিন্ন টিমে সাথে ছিলেন পৌর যুবলীগ নেতা আরমান সিকদার মকছুদ মিয়া,  পৌর ছাত্রলীগের ৪ ওয়ার্ডের সভাপতি রবিউল আলম, নেতা ভবেশ, সৈয়দ মোর্শেদ, শাহরীয়ার, কাইছারসহ যুবলীগ ছাত্রলীগের নেতৃবন্দ।